শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ৮ মার্চ,২০২০ঃ নিরাপত্তার কারণে আগের দুই দফার সফরে পাকিস্তান যাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চলতি মাসের শেষের দিকে তৃতীয় ও শেষ দফার সফরেও যাবেন না তিনি। অবশ্য পাকিস্তান সফরে যে যাবেন না মুশফিক, তা আগেভাগেই স্পষ্ট করেছিলেন মুশফিক।তবে মুশফিকের পাকিস্তান সফরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কালোর্স ব্র্যাথওয়েট।

শনিবার রাওয়ালপিন্ডিতে পিএসএলের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। পেশোয়ারের হয়ে খেলছেন ব্র্যাথওয়েট। ঐ দলে আছেন হাসান। বৃষ্টি আইনে ৭ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন পেশোয়ারের পেসার হাসান। মুশফিকের ব্যাপারে হাসান নিজেই বলেন, ‘ব্র্যাথওয়েট আমাকে আজ প্রশ্ন করেছিল, মুশফিক কেন পাকিস্তানে খেলতে আসছে না? আমি তাকে বলেছি, আসলে আমি নিশ্চিত নই এই বিষয়ে। তবে আমার মনে হয়, তার এখানে আসা উচিত, যেহেতু তার দলও এখানে আসছে। ব্র্যাওয়েটেরও মনে হয়েছে, মুশফিকের পাকিস্তান সফরে আসা উচিত, কারণ এই দেশ নিরাপদ।’

এ দিকে তৃতীয় দফায় মুশফিককে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, ‘চুক্তিবদ্ধ সকল খেলোয়াড়েরই পাকিস্তান সফরে যাওয়া উচিত।’

কিন্তু তাতেও বরফ গলেনি। পাকিস্তানে না যাবার সিদ্বান্তে অনড় মুশফিক। কিছুদিন আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে নিজের মতামত পরিস্কার করেছেন তিনি।