শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১২মার্চ,২০২০ঃ ইন্টারফেসে নতুন ডিজাইন নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ইতিমধ্যে অনেকের ফেসবুকেই নতুন ডিজাইন মোড চালু করার ইনভাইটেশন এসেছে। আর ইনভাইটেশন গ্রহণ করার পর নতুন ডিজাইন মোডে চালু হচ্ছে ফেসবুক। পূর্বে থিম কালার কিছুটা বদলে উজ্জ্বল নীল রঙে ফিরেছে ফেসবুক। সেই সঙ্গে মেনু বা অপশন বিন্যাসেও বড় পরিবর্তন এসেছে।

নতুন ডিজাইনের ৩ বিশেষ বৈশিষ্ট্য:

১. ব্যবহারকারীরা চাইলে ডেস্কটপ ও মোবাইল উভয় ডিভাইসেই ডার্ক ও লাইট এই দুই সংস্করণের যেকোনোটি চালু রাখতে পারবেন। ডার্ক মোড চোখ সহনীয়।
২. আগের চেয়ে আরও দ্রুত পেজ খুলবে।
৩. লেখার ফন্ট আগের চেয়ে বড় এবং লে-আউট এমনভাবে করা হয়েছে যাতে চটজলদি সহজেই ব্যবহারকারীরা দরকারি মেন্যু বা অপশনে যেতে পারে।

উল্লেখ্য, কেউ যদি নতুন মোড চালু করার পর; যদি আবার আগের পুরনো মোডে ফিরে যেতে ইচ্ছে করে, সেটিংসে সে সুযোগও রাখা হয়েছে। ডিজাইন নিয়ে ফেসবুক কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুতই পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে নতুন মোডে আসার ইনভাইটেশন যাবে।