শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,১৪মার্চ,২০২০ঃ সম্প্রতি লন্ডনে ফেসবুক অফিসের এক কর্মীর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তিনি সিঙ্গাপুর থেকে লন্ডনের অফিসে এসেছিলেন। তারপরই লন্ডনে ফেসবুকের তিনটি কার্যালয়ই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে এখন করোনার প্রতাপ। আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২০-এ।  লন্ডনে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে শহরটিতে দুজনের মৃত্যু হয়েছে।

গত কয়েক দিনে লন্ডনে নতুন আরো ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এই পরিস্থিতিতে ফেসবুক কার্যালয়েও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

যে কর্মীর মধ্যমে করোনা ভাইরাস অফিসে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, তিনি মূলত সিঙ্গাপুরের অফিসের কর্মী। গত ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তিনি একাধিকবার ফেসবুকের লন্ডন অফিসে যান কর্মসূত্রে। সেই কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানার পরই তিনটি কার্যালয়ই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেসবুক।

লন্ডনে ফেসবুকের অন্তত তিন হাজার কর্মী কাজ করেন। তাদের এখন অফিসে না এসে বাড়িতে থেকে কাজ করতে বলা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি তারা জানেন না, আক্রান্ত ওই ব্যক্তির কাছ থেকে কার কার শরীরে করোনা ভাইরাস গিয়েছে।