বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ছবি: সংগৃহীত

খােলাবাজার২৪,শুক্রবার ২৯ মে, ২০২০: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৫৮২ জনের প্রাণহানি হলো।

শুক্রবার (২৯ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে ৯ হাজার ১৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন মহিলা।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

‘মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রামের ৯ জন, রংপুরে ২ জন, বরিশালে ১ জন এবং সিলেটে ১ জন।’

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।