বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, বুধবার ১৯ আগস্ট, ২০২০: 
পুব দিগন্তে সূর্য ওঠে
বনে বনে কুসুম ফোটে।
গাছে গাছে গায় পাখি
খোকা খুকি খোলে আঁখি।
কৃষক -শ্রমিক যায় কাজে
রাখালের বাঁশি বাজে।
রিমিঝিমি নুপুর বাজে
নব বউ নতুন সাজে।
নদীর বুকে ঢেউয়ের তালে
পাল তোলা নৌকা চলে।
হেমন্তে ধান ওঠে
কৃষকের হাসি ফোটে।
ঝিলের পাড়ে শাপলা ফোটে
শিশু-কিশোর যাচ্ছে ছুটে।
সূর্য ডুবে গোধূলিতে
আঁধার নামে ধরণীতে।
তারা ভরা জোসনা রাতে
গগনতলে বিধু হাসে।
আবার আমি আসবো ফিরে
আমার প্রিয় আপন নীড়ে।
সবুজ-শ্যামল সোনার দেশে
রূপসী এই বাংলাদেশে।