শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

 খােলাবাজার২৪ বুধবার ২৭ আগস্ট, ২০২০:  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী  আজ। তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণী পেশার মানুষ বলেছেন, মানুষে মানুষে যখন ভেদাভেদ তৈরি হয়, তখন প্রাসঙ্গিক হয়ে ওঠেন নজরুল। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কিংবা সাম্য প্রতিষ্ঠার আন্দোলনেও অনুপ্রেরণার নাম কাজী নজরুল ইসলাম। ১৯৭৬ সালের এই দিনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার ইচ্ছার মর্যাদা দিয়ে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। তখন থেকেই বাংলার সব শ্রেণী পেশার মানুষের তীর্থ এই জায়গাটি।

সংগীত, নাটক, ছোটগল্প, উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখেছেন কাজী নজরুল। তারপরও কবি হিসেবেই তিনি বেশি খ্যাত। প্রেম আর মানুষের জয়গানই ছিলো তার শিল্পকর্মের মূল উপাদান। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। লেখাতে যেমন বিদ্রোহী, তেমনি জীবনেও। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে। তরুণদের কাছে বিদ্রোহের প্রতীক কাজী নজরুল।
করোনার কারণে সীমিত করা হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।