শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার২২ সেপ্টেম্বর,২০২০: চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এক টুইট বার্তায় জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর তারা নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস এইট টি-এর ঘোষণা দেবে। ওই অনুষ্ঠানে নতুন স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাঙ্ক ও এয়ার বাডসেরও ঘোষণা আসবে ওয়ানপ্লাসের।

এনডিটিভি জানায়, ওয়ানপ্লাস এইট টি ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পেছনে থাকছে ৪৮ ও ১৬ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার সঙ্গে আরো দুই ক্যামেরা। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ১১ অনুযায়ী তৈরি অক্সিজেনওএস-১১। ৬৫ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টসহ থাকছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি।

প্রযুক্তি সাইট জিএসমারেনা জানায়, ওয়ানপ্লাস এইট টি ফোনটির ৮/১২৮ সংস্করণটি ইউরোপে দাম শুরু হবে ৭৯৯ ইউরো দিয়ে। এ ছাড়া ১২/২৫৬ সংস্করণটির দাম শুরু হবে ৮৯৯ ইউরো দিয়ে। তবে এবার ওয়ানপ্লাস এইট টি প্রো-সংস্করণ আসছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

এর আগে ওয়ানপ্লাসের নতুন এই ফোনের মডেল হিসেবে দেখা গেছে হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে।