বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ০৩ অক্টোবর,২০২০: জোকার ম্যালওয়ার ভাইরাসের কারণে গেল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩৪টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল প্লে স্টোর। এই জোকার ম্যালওয়ার ভাইরাস গেল কয়েক বছর ধরে প্লে স্টোরজুড়ে অ্যাপগুলোকে সংক্রমিত করে চলেছে।

হিন্দুস্তান টাইমসের খবর, জোকার নতুন ম্যালওয়্যার নয়। তবে সম্প্রতি এটি বেশ বিস্তার লাভ করেছে। গুগল এই ৩৪ অ্যাপে ম্যালওয়ার উপস্থিতি ধারণা করামাত্রই প্লে স্টোর থেকে নিষিদ্ধ করেছে। অ্যাপগুলোর মধ্যে ১৭টি ক্যালিফোর্নিয়াভিত্তিক আইটি সুরক্ষা সংস্থা জেডস্কেলারের। এই ১৭টি অ্যাপ এ অবধি প্লে স্টোর থেকে এক লাখ ২০ হাজারবার ডাউনলোড করা হয়েছে।

এর আগে প্রথম জুলাইয়ে প্লে স্টোরের ১১টি অ্যাপ জোকার ম্যালওয়ার ভাইরাসে সংক্রমিত হয়েছিল। তারপর সেপ্টেম্বরের প্রথমার্ধে আরো ৬টি অ্যাপ সংক্রমিত হয়।