Sun. Apr 18th, 2021

খােলাবাজার২৪,রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ঃ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ এবার সিনেমার নায়ক হতে চলেছেন। আজ রোববার দুপুরে ‘রহস্য ঘেরা শহর’ শিরোনামে একটি কিশোর থ্রিলার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই ব্যান্ড তারকা। সিনেমাটি পরিচালনা করছেন তারেক মুহাম্মদ খান।

এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শাফিন আহমেদ। সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সিনেমাটি নিয়ে দীর্ঘ সময় ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিল। আজ দুপুরে চুক্তি সারলাম। আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।’

জানা গেছে, আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাফিন আহমেদ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ, সুমন পাটোয়ারি, সামিন, মানিক, সপ্তর্ষীসহ অনেকে।