শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার, ২০র্মাচ ২০২১ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের সিঁড়িতে হোঁচট খেয়েছেন। তাও একবার নয়, তিন তিনবার। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ এন্ড্রুজে এ ঘটনা ঘটেছে। হোয়াইট হাউস পরে জানিয়েছে, ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। জো বাইডেন ‘শতভাগ’ সুস্থ আছেন। তিনি কোনো আঘাত পাননি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জো বাইডেন আটলান্টায় যাচ্ছিলেন। সেখানে এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে ঘটে এই অঘটন।

জো বাইডেনকে তাঁর সহকারী  প্লেনের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। দূর থেকে সাংবাদিকদের ধারণ করা ভিডিও চিত্রে কয়েকটি সিঁড়ি দিয়ে ওঠার সময় বাইডেনকে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে লাল গালিচার সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়। একবার, দুবার নয়, তিনবার পড়ে যান বাইডেন। অবশ্য হোঁচট খাওয়ার পরপরই উঠে দাঁড়িয়ে হাত দিয়ে বাঁ-হাঁটু একটুখানি ঘষে উপরে ওঠেন এবং স্যালুট জানান।

বাইডেনের হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। হোয়াইট হাউস জানিয়েছে, গুরুতর কোনো কিছু নয় এটি। বাইডেন সুস্থ আছেন।

এর আগে গত নভেম্বরে বাইডেনের বাঁ-পা মচকে যায়। সে সময় বাইডেন বলেছিলেন, তাঁর পোষা কুকুরকে নিয়ে দৌড়ানোর সময় তিনি পায়ে চোট পান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে দেশ-বিদেশে ভ্রমণ করেন। এয়ারফোর্সের উড়োজাহাজের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোঁচট বা আছাড় খাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুনে এয়ারফোর্স টু উড়োজাহাজে ওঠার সময় পড়ে গিয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এরও আগে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায় পড়ে যাচ্ছিলেন, পরে তিনি নিজেকে সামলে নেন।

এ ছাড়া ১৯৭৫ সালে সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছিলেন।