শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার,২৮ সেপ্টেম্বর,২০২১ঃ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রীমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন আজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃকমাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরসকল পর্যায়ের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অতিঃ সচিব ও পরিচালক (প্রশাসন) জনাব মোঃ হেমায়েৎ হুসেন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

মহাপরিচালক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি বিশ্বব্যাপী “মাদার অব হিউমিনিটি” উপাধি পেয়েছেন। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে “এসডিজি অগ্রগতি পুরস্কার”প্রদান করা হয়। তিনিবাংলাদেশের জনগণকে এটি উৎসর্গ করেন।