Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৭অক্টোবর ২০২১: বাংলাদেশের অন্যতম লবণ জোন নারায়ণগঞ্জে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নারায়নগঞ্জ ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি।
ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুফ নিউট্রিশন (গেইন) এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) বাংলাদেশ, এর সার্বিক সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

গত ২৪ জুন আয়োডিন যুক্ত লবণ আইন-২০২১ এর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আইনে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯ রহিত করে  নতুন আইন পাস করাহয়। আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, সরবরাহ বাধ্যতামূলক এবং ভোক্তা পর্যায়ে তা সরবরাহ অথবা বিপণন নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে আইনে।

আয়োডিনযুক্ত লবণ সরবরাহ, উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ নিশ্চিত করার বিষয়টি মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের জাতীয় লবণ ব্যবস্থাপনা কমিটি গঠনের বিধান করা হয়েছে। এছাড়া জেলা ও প্রান্তিক লবণ ব্যবস্থাপনা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

আইনে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, সংরক্ষণ সরবরাহ,পাইকারি বিক্রি করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিবন্ধন বাধ্যতামূলক করে বিধান করা হয়েছে।

এছাড়া আইনে লবণে আয়োডিনযুক্তকরণ ও এর পরিমাণ, প্যাকেটিং, লেভেলিং, নিবন্ধন নবায়ন, নিবন্ধন বাতিল, রেজিস্ট্রার কর্তৃক পরিদর্শন ও পর্যবেক্ষণ, লবণ প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, আইনের বিধি লংঘনজনিত অপরাধ, দণ্ড, বিচার প্রক্রিয়া, বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।উক্ত আইন লবণ অংশীজনসহ সংশ্লিষ্টদের অবহিতকরণের জন্য উক্ত কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলাম ইয়াহিয়া, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শিল্প মন্ত্রণালয়, স্বপন কুমার ঘোষ, পরিচালক (অর্থ),   বিসিক, ঢাকা; মোঃ আবুল খায়ের, যুগ্মসচিব (জাস, সমন্বয়, প্রওম ও এপিএ),  শিল্প মন্ত্রণালয়;  নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), বিসিক, ঢাকা।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আশেক মাহফুজ, পিএইচডি, পোর্টফোলিও লিড, এলএসএফএফ এন্ড ভ্যালু চেইন, গেইন; ড. এ. এফ. এম. আমীর হোসেন, উপসচিব (আইন), শিল্প মন্ত্রণালয়।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন,  আঞ্চলিক পরিচালক (ঢাকা), বিসিক; মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ), বিসিক, ঢাকা।
কর্মশালায় মুক্ত আলোচনা পরিচালনা করেন মুহাম্মদ আতাউর রহমান, ছিদ্দিকী, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন), বিসিক, ঢাকা। মুক্ত আলোচনায় আয়োডিনযুক্ত লবণ আইন ২০২১ এর উপর আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা স্যানেটারি ইন্সপেক্টর কার্যালয়ের প্রতিনিধি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি এবং লবণ মিল মালিক সমিতির নেতা-কর্মীসহ লবণ সংশ্লিষ্ট অংশীজনগণ।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইকা সিরাজ, কান্ট্রি ডাইরেক্টর, এনআই, বাংলাদেশ; রুদাবা খন্দকার, কান্ট্রি ডাইরেক্টর, গেইন; পিয়ালী মুস্তাফী, চিফ অফ নিউট্রিশন, ইউনিসেফ, বাংলাদেশ।কর্মশালায় সমাপনি বক্তব্য রাখেন মোঃ শামীম বেপারী, এডিসি (সার্বিক), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
কর্মশালা শেষে সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ কর্মসূচির ঢাকা, নারায়ণগঞ্জ, ও চাঁদপুর লবণ জোনের অর্ধবার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় সহযোগিকা করে নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই), বাংলাদেশ।কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিক প্রধান কার্যালয় এবং বিসিক নারায়ণগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় লবণনীতি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বিসিক লবণ শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। কক্সবাজারে অবস্থিত বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কর্মসূচি কার্যালয়ের আওতাধীন ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষে সার্বিক সহায়তা প্রদান এবং নিয়মিতভাবে লবণ উৎপাদন ও মজুদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে। ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে মূলত সপ্তাহভিত্তিক লবণ উৎপাদনের তথ্য সংগ্রহ করা হয়। বিসিকের সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্পের মাধ্যমে দেশের লবণ প্রক্রিয়াজাতকরণ মিলসমূহকে ৮টি লবণ জোনে ভাগ করে নিয়মিতভাবে লবণ মিলসমূহে পটাশিয়াম আয়োডেট (আয়োডিন) সরবরাহসহ ও তথ্য সংগ্রহ করা হয়।