Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪,শনিবার,৩০অক্টোবর,২০২১: সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের শীতার্ত দরিদ্র জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ব্যাংক প্রদত্ত অনুদানের কম্বল গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।