Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪,মঙ্গলবার,০২নভেম্বর,২০২১: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ-চালান পরিশোধ কার্যক্রম ১ নভেম্বর ২০২১, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সেবা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার, মোঃ ম্হাবুবুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, অর্থমন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ হোসাইন, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর একেএম মোখলেসুর রহমান এবং অর্থমন্ত্রনালয়ের সিনিয়র আইটি পরামর্শক মোঃ শরীফুর রহমান। রেজিষ্টার্ড আই-ব্যাংকিং ব্যবহারকারীরা এ সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ফি, ই-পাসপোর্ট ফি, ট্য্রক্স এবং ভ্যাট পরিশোধ করতে পারবেন।