Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইজে অনুষ্টিত হলো তিন দিনব্যাপী বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এন্ড ট্রেড ফেয়ার ২০২২। উক্ত অনুষ্ঠানে ‘লিগ্যাল রেমিট্যান্স ফ্লো: কিপিং বাংলাদেশ ইকোনোমি স্ট্যাবল’ শীর্ষক কনফারেন্সে পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবীদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশীদের জন্য এক নতুন দ্বার উন্মোচিত হলো যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ৫০ বছরের সু-সম্পর্কের ধারাবাহিকতায় এই আয়োজন দুই দেশের ব্যবসায়-বাণিজ্য ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ দেশের ফরেন রিজার্ভ বৃদ্ধির সাথে সাথে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করে এবং বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। আর চলমান ডলার সংকটে তো এর অবদান অনস্বীকার্য। তিনি প্রবাসীদের প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করে বলেন দক্ষতা ও প্রশিক্ষণ অধিক উপার্জনে সহায়ক। একই সাথে রেমিট্যান্স প্রদানে খরচ কমানো, প্রয়োজনীয় সংখ্যক রেমিট্যান্স প্রদান কেন্দ্র স্থাপনে আলোচনা করেন এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রদানে প্রবাসীদের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মোঃ জসিম উদ্দিন ও বাংলাদেশ ইনফরমেশন সেন্টার ওয়াশিংটন ডিসি ১৯৭১ এর কো-ফাউন্ডার ড. ডেভিড নালিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এন্ড ট্রেড ফেয়ার ২০২২-এর কনভেনার ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিইও জনাব বিশ^জিত সাহা। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন দুই দেশের বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে দেশে বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সম্মৃদ্ধি অর্জনে সহায়ক হবে এবং আয়োজনের এ ধারা অব্যাহত থাকবে।