শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার২৪,রবিবার, ০৯ জানুয়ারী ২০২৩ইং:হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ জানুয়ারি) রাতে প্রতিষ্ঠানটির দরবার হলে প্রথম জন্মোৎসব আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, বিশেষ অতিথি হিসেবে দৈনিক প্রথম আলো পত্রিকার সহযোগি সম্পাদক ও প্রখ্যাত কলামিস্ট সোহরাব হাসান, ফেনীঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দ্বীন মোহাম্মদ, পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসাইন পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের, ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান উপস্থিত ছিলেন।
ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন এর ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হকের সভাপতিত্বে পরিচালক বখতেয়ার মুন্নার সঞ্চালনায় অতিথি হিসেবে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন খান, ফেনী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মাহফুজুর রহমান, পুলিশ শহর ফাঁড়ি ইনচার্জ দোস্ত মোহাম্মদ, দৈনিক প্রথম আলো পত্রিকার বার্তা প্রধান টিপু সুলতান,  ফেনী চাইনিজ রেস্টুরেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন উল হক উপস্থিত ছিলেন।
ইস্টিশন এর পরিচালক কামাল উদ্দিন,  মিজানুর রহমান খান মিজান, মহি উদ্দিন মজুমদার বাদল, কামাল উদ্দিন ভুঞা মিন্টু, নরুল আবসার ভুঞা সেন্টু,  আসিফ গোফরান বাবু, মোরশেদ আলম প্রিন্স, আবুল হাসান সবুজ, খোরশেদ আলম সেলিম, আবদুর রাজ্জাক দিদার, আক্তার হেসেন বাবু, মাঈন উদ্দিন সেলিম, আলতাফ হোসেন ও শওকত ফারুকসহ তাদের পরিবার অংশজন হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন এর ফেসবুক পেইজে জন্মোৎসব প্রতিযোগিতায় বিজয়ী মেজবা উদ্দিন, এনামুল হক, মোতাফিজুর রহমান, মো. তারেক,  মো. হানিফ সরকার, আবেগ সজীব, জন্মোৎসব ক্যাম্পেইন প্রতিযোগিতায় জিয়া উদ্দিন, ইসরাত জাহান যুথিকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি বলেন,  ইস্টিশন এর মালিক সহপাঠী বন্ধুদের বন্ধুত্বের বন্ধন অটুট রাখার ঘটনা বর্তমান সমাজে বিরল। এক বছর বয়েসের মধ্যে ইস্টিশন এর কুমিল্লা কর অঞ্চলে ৬ জেলার মধ্যে একমাত্র শতভাগ ভ্যাট প্রদানকারি প্রতিষ্ঠান হিসেবে বিশেষ পুরস্কার অর্জন প্রমাণ করে প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক সততা। ইস্টিশন ফেনীর একটি ব্র্যান্ড। যা ফেনীকে অনেক সমৃদ্ধ করেছে।
বিশেষ অতিথি কলামিস্ট ও সাংবাদিক সোরহাব হাসান বলেন,  বন্ধুত্বের বন্ধন বাঁচিয়ে রাখতে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে এখানে না এলে তা কখনও ধারণাও করতে পারতাম না। এমন নান্দনিকতা দেশের কোন রেস্টুরেন্টে চোখে পড়েনি। নষ্টালজিক জীবন নিয়ে একটি প্রতিষ্ঠানের নামকরণ হতে পারে তাও জানা ছিলনা।  সত্যি আমি অভিভূত। প্রথম আলো পত্রিকায় এর জন্ম গল্প তুলে ধরা হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  এখন ফেনীতে ইস্টিশনে যাওয়ার কথা বললেই রিক্সা ও সিএনজি অটো রিক্সা চালক যাত্রীদের এখানে নিয়ে আসে। এটা এই প্রতিষ্ঠানের অর্জন হলেও রেল স্টেশনের যাত্রীরা বিড়ম্বানার শিকার হন। তিনি বলেন,  খাদ্যের মান, পরিমান, পরিচ্ছন্নতা, সেবার মান ধরে রাখতে পারলে ব্যবসায়িক সফলতা আসবেই।
বিশেষ অতিথি পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন বলেন,  ইস্টিশনের মালিকগণ সৃষ্টিশীলতায় সফল। তাদের কাছে ফেনীর মানুষ নতুন কিছু সৃষ্টির আশা করে। এ জন্য আমরা সকল সহায়তা দিতে প্রস্তুত আছি। ইস্টিশন এর সুনাম এখন দেশ বিদেশে ছড়িয়েছে। ফেনীকে সমৃদ্ধ করেছে।অনুষ্ঠানের শেষে ইস্টিশন পরিবারসহ অতিথিরা জন্মোৎসব উপলক্ষে কেক কাটেন।