শনি. এপ্রি ১, ২০২৩
Advertisements

১৬ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক :  বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রূপালী ব্যাংকলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান তানভীর হাসনাইন মঈন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।