২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পিরোজপুর জেলা পর্যায়ে শিক্ষা উপকরণ মেলায় ইন্দুরকানী উপজেলা প্রথম স্থান অধিকার করেছেন। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে করিমুন্নেছা গালর্স স্কুল মাঠ প্রাঙ্গনে এ শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয় । এতে জেলার বিভিন্ন উপজেলা শিক্ষকরা রং বেরংয়ে শিক্ষা উপকরণ নিয়ে স্টল সাজিয়ে তোলে । এসময় স্টল পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, এডিসি ও আইসিটি অফিসার মোঃ সেলিম হোসেন,পিটিআই সুপার চিত্তরঞ্জন সহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার,সহকারী শিক্ষা অফিসার ও উপজেলার শিক্ষকবৃন্দ। ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কর্মকার জানান, এই অর্জন আমার নয়,এই অর্জন উপজেলার প্রত্যেক শিক্ষকের। কেননা শিক্ষকরা এই অর্জনের পিছনে দিন রাত পরিশ্রম করে অর্জন ছিনিয়ে এনেছে তাদেরকে আমার শিক্ষা বিভাগ এবং আমি ব্যক্তিগত ভাবে আন্তরিক
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।