২০ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : মেহেদী হাসানঃ করোনা মহামারির ধাক্কা সামলাতে না সামলাতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়েছে আরও নেতিবাচক প্রভাব। প্রভাব পড়েছে দেশের রাজস্ব আদায়েও। আমদানি ও রপ্তানি রাজস্ব, মূল্য সংযোজন কর ও আয়কর আদায়ে ধস নেমেছে। পাশাপাশি ডলার সংকটে আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় শুল্ক আদায়েও নেমেছে ধস। এ অবস্থায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই- এপ্রিল) ডলার সংকটে শুল্ক আদায়ে ধস ১০ মাসে রাজস্ব ঘাটতি ৩২ হাজার কোটি টাকায়।
যদিও বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি-রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও আয়কর আদায় খাতে প্রবৃদ্ধি হয়েছে। এই তিন খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩ দশমিক ৬৩ শতাংশ, ১৫ দশমিক ৪১ শতাংশ ও ৪ দশমিক ৮৭ শতাংশ।