অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ’ড্রিম স্কয়ার রিসোর্ট’এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায়প্রাইমব্যাংকের মোনার্ক গ্রাহকবৃন্দ (প্রায়োরিটিব্যাংকিং), ক্রেডিট/ডেভিটকার্ডহোল্ডারবৃন্দ এবংপ্রাইমব্যাংকেরসকলকর্মকর্তাড্রিম স্কয়াররিসোর্ট’ এ বিশেষছাড় ও সুবিধাপাবেন। উল্লেখ্য এই পার্টনারশীপনি:সন্দেহে তারব্যতিক্রমীপরিষেবারমাধ্যমে সর্বোচ্চসুবিধানিশ্চিতকরবে।
প্রাইমব্যাংকেরউপব্যবস্থাপনাপরিচালকনাজিম এ. চৌধুরীএবংড্রিম স্কয়াররিসোর্ট’ এরসেলস এন্ড মার্কেটিংএরসহকারীপরিচালক মো: রফিকুলইসলামনিজনিজপ্রতিষ্ঠানেরপক্ষেসমঝোতাচুক্তি স্বাক্ষরকরেন। এসময়প্রাইমব্যাংকেরকনজ্যুমার সেলসেরপ্রধানমামুরআহমেদ এবংকার্ডস ও এডিসি’এরপ্রধানমাসুদুলহকভূঁইয়াসহউভয়প্রতিষ্ঠানেরঊর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।