অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক দের নিয়ে ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃআলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানেঅন্যান্যদেরমধ্যে,ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালকমুহাম্মদ মোস্তফাখায়ের,উপব্যবস্থাপনাপরিচালকমোঃমাসুদুররহমানশাহ,চট্টগ্রামউত্তরেরআঞ্চলিকপ্রধান মোহাম্মদ হাফিজুররহমানএবংচট্টগ্রাম দক্ষিণেরআঞ্চলিকপ্রধান মোহাম্মদ কামালউদ্দীনউপস্থিত ছিলেন। সভায়শাখাসমূহেরব্যবসায়িকসাফল্যেরপর্যালোচনাএবংপরবর্তীসময়েরজন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্নদিক-নির্দেশনাপ্রদানকরাহয়।