অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মল ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস এর মধ্যে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্সবিষয়েএক চুক্তি স্বাক্ষরিত হয়।শাহজালালইসলামীব্যাংকলিমিটেডেরঅতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক ওচিফবিজনেসঅফিসার (সিবিও)জনাবআব্দুলআজিজএবংস্মল ওয়ার্ল্ড ফাইনান্সিয়ালসার্ভিসেস এরগ্রুপসিইওজনাবখালিদ ফেল্লাহিতাদেরনিজনিজপ্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময়করেন।
স্মল ওয়ার্ল্ড হল রেমিট্যান্সএবংব্যবসারজন্য ক্রস-বর্ডার পেমেন্টএরএকটি নেতৃস্থানীয়প্রতিষ্ঠান, যা ৩ মিলিয়নেরও বেশিগ্রাহককেঅনলাইনেসারাবিশে^র ১৯৬টি দেশে ২,৫০,০০০ টিরও বেশি এজেন্ট নেটওয়ার্কেরমাধ্যমে এই রেমিট্যান্স সেবাপ্রদানকরেআসছে। বাংলাদেশে তাদেরপ্রিয়জনকেনিরাপদে এবংসহজেটাকাপাঠাতে স্মল ওয়ার্ল্ড হলবাংলাদেশিপ্রবাসীদেরসবচেয়েবিশ^স্ত ও পছন্দের। উক্ত চুক্তির আওতায়বাংলাদেশিপ্রবাসীরাএখন থেকে শাহ্জালালইসলামীব্যাংকলিমিটেডএবং স্মল ওয়ার্ল্ড ফাইনান্সিয়ালসার্ভিসেস এরমাধ্যমে রেমিট্যান্সবাংলাদেশে তাদেরপ্রিয়জনদেরকাছেনিরাপদে এবং দ্রুতসময়ে অর্থপাঠাতেপারবে।
উক্ত চুক্তি স্বাক্ষরঅনুষ্ঠানেঅন্যান্যদেরমধ্যে শাহ্জালালইসলামীব্যাংকলিমিটেডএরঅতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক ও চিফঅপারেটিংঅফিসার (সিওও)জনাব এম. আখতার হোসেন, ট্রেজারীপ্রধানজনাবজাহাঙ্গীর জাবেদ, ব্যাংকেরআন্তর্জাতিকবিভাগেরপ্রধানজনাব মোহাম্মদ আব্দুলমজিদ, স্মল ওয়ার্ল্ড ফাইনান্সিয়ালসার্ভিসেস এরউত্তরইউরোপ, আফ্রিকা ও এশিয়াঅঞ্চলেরব্যবস্থাপনাপরিচালক স্টেনলিওয়াচএবং স্মল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়ালসার্ভিস,বাংলাদেশেরগ্রুপকরিডোরঅ্যাম্বাসেডরজনাব মোহাম্মদ আতিকুররহমান-সহউভয়প্রতিষ্ঠানেরঅন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।