Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর প্রতিনিধি : মঠবাড়িয়ার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও বাংলা মার্ক কম্পানির কয়েকজন কর্মকর্তার যোগসাজসে কয়েকজনের কাছ থেকে ৩ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেন কৃষি যন্ত্র (কম্বাইন হারভেস্টার) মেশিন দেয়ার কথা বলে।কিছুদিন পরে তারা এর চাবি আনুষ্ঠানিক ভাবে তুলে দিয়ে ফটোসেশনও করেন।তার পর মেশিং নষ্ট, সার্ভিসিং করে দেয়া হবে বলে মেশিং নিয়ে চলে যান, কিন্তু মেশিং না দিয়ে হুমকি ও হয়রানী করে সংশ্লিষ্ট বিভাগ। এমন অভিযাগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ ৫ জনের বিরুদ্ধে ২৯ মে সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা (এমপি— ৫২৭/২৩) করেন মোঃ বাবুল তালুকদার (৫০) নামে এক প্রান্তিক কৃষক। তিনি উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত. মোঃ আমজেদ আলী তালুকদারের ছেলে। মামলার অন্যান্য আসামীরা হলেন— কৃষি যন্ত্র (কম্বাইন হারভেস্টার) মেশিন আমদানীকারক প্রতিষ্ঠান “বাংলা মার্ক গ্রুপ” এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, বরিশাল জোনাল অফিসার কাজী ফরহাদ হাসেন, প্রকৌশলী সুজন ও মার্কেটিং অফিসার ইদে আমীন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য বিজ্ঞ আইনজীবী মোঃ ইমাম হোসেন জমাদ্দার টুটুল। আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম মোঃ কামরুল আজাদ মামলাটি আমলে নিয়ে পিরোজপুর জেলা কৃষি কর্মকর্তাকে আগামী ২৭ জুনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।এ ব্যাপারে আইনজীবী ইমাম হাসেন টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে “বাংলা মার্ক গ্রুপ” এর বরিশাল জোনাল অফিসার কাজী ফরহাদ হোসেন বলেন, টাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই। মেশিং সার্ভিসিং করে দেয়ার কথা থাকলে আমরা সার্ভিসিং করে তাকে (বাবুল তালুকদার) ফেরৎ দেয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযাগ অস্বীকার করে বলেন, প্রান্তিক কৃষক ও আমদানীকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে চুক্তিপত্র বা অর্থনৈতিক লেনদেন থাকে। আমি সরকারি কর্মচারী হিসবে মধ্যস্ততাকারী মাত্র। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।