Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যান সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ। কল্যাণ সমিতির আয়োজনে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক পরেশ চন্দ্ৰ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

প্রধান শিক্ষক ও সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি মো, মাসুদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি আখতারুজ্জামান সরকার, সাধারন সম্পাদক আহসান হাবীব সরকার প্রমুখ।

সাংসদ শামীম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা শিল্প কারখান গড়ে তুলতে পারেন না। কিন্তু শিক্ষকরা মানব সম্পাদ তৈরি করতে পারেন। প্রতিষ্ঠান প্রধানগণ হচ্ছেন সমাজের বাতিঘর। প্রতিষ্ঠান প্রধানদের স্কুলে উপস্থিত থেকে যথা নিয়মে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাবে আহবান জানান।

তিনি বলেন, ভাল শিক্ষার্থী তৈরি করতে হলে নিয়মিত পাঠাদান ছাড়া কোন বিকল্প নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট বিরোধ নিরসনে তিনি একটি শক্তিশালি কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন। মামলার কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে।