বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে সদ্য যোগদানকৃত ট্রাফিক বিভাগের এডিসি হেলেনা আক্তারের লাগাতার অভিযান অব্যাহত আছে, সে অভিযানের ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ নগরীর অলকার মোড় নিউমার্কেট ও রানীবাজার এলাকায় হর্ন বাজানো ও এর ব্যবহার সম্পর্কে সতর্কতামূলক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যা পরিচালনা করেন এডিসি হেলেনা আক্তার। হেলেনা আক্তারের এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে তাকে বাঘিনী ও লেডি সিংগাম বলে সম্বোধন করছেন অনেকেই। জনসাধারণের চাওয়া এই সমস্ত অভিযানের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং রাজশাহী শহরে ট্রাফিকের শৃঙ্খলা যেন এভাবেই বজায় রাখা সম্ভব হয়। তাছাড়া এই এডিসি হেলেন আক্তারের হাত ধরেই রাজশাহী শহরে প্রথম প্রাইভেট কার ও মাইক্রোবাসের কাগজপত্র সহ লাইসেন্স জনিত বিষয়াদি নিয়মিত অভিযানের মাধ্যমে নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি হিসেবে যোগদানের কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন এডিসি হেলেনা আক্তার ও তার প্রশাসনিক বাহিনী। জনসাধারণও বিষয়টিকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখায় পরামর্শ দিয়েছেন বাঘিনী খ্যাত হেলেনা আখতার কে।

এ বিষয়ে এডিসি হেলেনা আক্তার জানান, শুধুমাত্র প্রশাসনিক দিক দিয়েই না জনসাধারণকে নিজেদের সাবধানতা অবলম্বন করেই এই শহরের ট্রাফিক জনিত সকল সমস্যার সমাধান করা সম্ভব,এছাড়াও তিনি আরো বলেন এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো বেশি পরিমাণে করা হবে যেন শান্তির নগরী ও ক্লিনসিটি হিসেবে পরিচিত রাজশাহী শহরকে যানজট মুক্ত ও সড়ক দুর্ঘটনা মুক্ত রাখা সম্ভব হয়।

এছাড়াও যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এডিসি হেলেনা আক্তার যার মাধ্যমে জনসচেতনতা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করছেন জনসাধারণের অনেকেই।