Mon. Jan 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে রাজশাহী জোনের গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা ২৫ নভেম্বর ২০২৩ রাজশাহী শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সী রেজাউর রশিদ। কর্মশালায় রাজশাহী জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।