ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘শাপলা কুঁড়ির আসর’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট যুবনেতা, প্রখ্যাত সাংবাদিক, সুলেখক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালন।
তিনি বাংলার স্বাধীনতাসংগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে এই চৌকস রাজনীতিক ‘বিপ্লবী বীর’ হিসেবে পরিচিতি পান মাত্র ৩৫ বছর বয়সেই।
শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে ৪ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে শাপলা কুঁড়ির আসর বামনডাঙ্গা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।
কর্মসূচি গুলোর মধ্যে ছিল শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,দোয়া মাহফিল, ও কেক কাটা।
সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে ও শহিদুল ইসলাম শহীদ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিসেস আফরোজা বারী।আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি এম.এ মতিন মিয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সমাজ সেবক মোঃ আলমগীর, আওয়ামী লীগ নেতা মজনু হিরো, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান খান তপু, সাংবাদিক জুয়েল রানা,জয়ন্ত সাহা যতন, মামুনুর রশিদ,আসরের সদস্য রায়হান কবির রনি,শান্ত,শাকিব,অপু,সজীব মিয়াসহ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশু কিশোরদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।