Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : রূপগঞ্জ থেকে মো: স্বাধীন (৯) নামে শিশু শিক্ষার্থী নিখোঁজের তিন দিন পর মরদেহ মিললো বালু নদী থেকে। সে রূপগঞ্জের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ানের শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁওয়ের রাজাখালী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় বালু নদীতে এক শিশুর (ডি-কম্পোজ) মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আমাদের সংবাদ দেন। পরে আমরা ঘটনাস্থল গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে স্বাধীন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

শিশুটির পরিবার দাবি করছে, স্বাধীনকে হত্যা করা হয়েছে। শিশুর ফুপা আব্দুর রহিম ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, গত ১ ডিসেম্বর বিকালে তাদের পাশের এলাকায় বসুলিয়ায় মেলা দেখতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফিরে নাই। তাকে অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরদিন রূপগঞ্জ থানায় সাধারণ জিডি করি।