Sat. May 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : জিয়াউর রহমান সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এই নতুন দায়িত্বের পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সুদীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে ইতোপূর্বে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক লি:, সিটিব্যাংক এন. এ., স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং বিকাশ লি: সহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও লোকাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জনাব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি তাঁর কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

অন্যরকম