খোলাবাজার অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির উদ্যোগে গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকার খিলগাঁও থানাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের শেখেরজায়গায় দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো. জাহিদ হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মেজবা উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব আরেফিন সিদ্দিক সমাজের বিত্তশালীদের অসহায় শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আরো বেশি ভূমিকা নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।