Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি‌: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫০) নিহত হয়েছেন। নিহত শেখর কুমার সিকদার ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুড়িয়ানা বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিহত সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের নিমন্ত্রণ কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম কার্ডের উপরে লেখা হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মিঠুন হালদার ও তার লোকজন কুড়িয়ানা বাজারে বসে তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার মুঠোফোনে জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে ৫ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চেয়েছিলাম। এতে একটু কথার কাটাকাটি হয়েছিল। শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোন কারণে মারা যেতে পারেন।
প্রতক্ষ্যদর্শী গকুল হালদার বলেন, ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। সে নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তার কোন অনুগত লোক নির্বাচিত হয়নি। ঘটনার দিন সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার, মনি হালদার, পংকজ, সন্তোষ সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পিছন থেকে শংকরের ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের মধ্যে পূর্ব থেকে চরম বিরোধ রয়েছে। ঘটনার দিন সকালে বাজারে বসে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। আঘাতে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো. শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতর কোন কার্ডিয়াক সমস্যা পাওয়া যায়নি। তার হাতে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু’র খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।