Sun. Jan 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রসিংদী প্রতিনিধিঃসিভিল সার্জন কার্যালয়, নরসিংদী ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর উদ্যোগ ও সাইটসেভার্স এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম এর আওতায় সোমবার ( ৪ নভেম্বর) সিভিল সার্জন অফিস সভাকক্ষে জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা:সৈয়দ মো: আমিরুল হক শামীম। সভায় আই কেয়ার প্রোগ্রাম এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্স এর ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর তপন কুমার,

মিটিং এ বিগত ১ বছরের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।এই সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তোয়ায় ইয়াসিন, শেখ শহিদুজ্জামান, উপ- পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নরসিংদী, মো; নুরুল ইসলাম, সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব, ননী গোপাল দাস, প্রশাসনিক কর্মকর্তা, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, নরসিংদী,
মাসুদুল হাসান তাপস, উপ- পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সেলিনা বেগম, উপ- পরিচালক, মহিলা বিষয়ক কার্যালয়, মো : শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউসুফ আলি,উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন, সিভিল সার্জন এর কার্যালয়ের মেডিকেল অফিসার ড: মুন্নি দাস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ।