Thu. Dec 12th, 2024
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

শরী‘আহভিত্তিকআধুনিকব্যাংকিংয়েরসকলসুবিধানিয়েচট্টগ্রামেররাউজানেইসলামীব্যাংকবাংলাদেশ পিএলসি-এর৩৯৭তম শাখা হিসেবে পথেরহাটশাখা২৪ নভেম্বর ২০২৪, রবিবারউদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যানওবায়েদ উল্লাহআলমাসুদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মেবক্তব্য রাখেন। অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরিস্ক ম্যানেজমেন্টকমিটির চেয়ারম্যানপ্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুলমওলারসভাপতিত্বে কল্যাণমুখীব্যাংকিংয়েরউপরমূল বক্তব্য উপস্থাপনকরেনশরী’আহসুপারভাইজরিকমিটিরসদস্য সচিবপ্রফেসর ড. মোহাম্মাদ আবদুসসামাদ। এতেআরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমরফারুকখানও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থজোন প্রধান এম. জুবায়েরআজম হেলালীএবংধন্যবাদ জ্ঞাপনকরেন পথেরহাটশাখাপ্রধান মোহাম্মদ নুরুলআবছার। আমন্ত্রিত অতিথিবৃন্দেরপক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুমহাসভারশিক্ষা ও সংস্কৃতিসম্পাদকধর্মপ্রিয়মহাথেরো, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকমীরআসলাম,সমাজসেবক মোহাম্মদ জানেআসলাম, শুভময় দাশরাজু ও মোহাম্মদ শাহাজানমঞ্জু।এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথজোন প্রধান মিয়া মোহা: বরকত উল্লাহসহপ্রধান কার্যালয় ও বিভিন্নশাখারকর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহআলমাসুদবলেন,বর্তমানেইসলামীব্যাংক দেশেরসর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুনবাংলাদেশে গ্রাহকরাইসলামীব্যাংককেআরো বেশিআস্থারব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরাএখননির্বিঘেœইসলামী ব্যাংকের প্রতিটিশাখায় সেবা গ্রহণ করছেন।

তিনিবলেন, ইসলামীব্যাংক দেশেরএকটিঐতিহ্যবাহীব্যাংক। একঝাঁকসৎ, দক্ষ ও নিষ্ঠাবানকর্মীআধুনিকব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবাদিয়েযাচ্ছেন। তিনি দেশেরঅন্যান্য শাখারমতো পথেরহাটশাখায়ওইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাসমূহগ্রাহকেরকাছেনিরবচ্ছিন্নভাবে পৌঁছেদেয়ারপ্রত্যয় ব্যক্ত করেন।