খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
‘একপণ্য, একপ্রতিষ্ঠান’ এমনই নতুন ভাবনা নিয়ে বাংলাদেশে ই-কমার্স যাত্রা শুরু করেছে www.buymobile.com.bd । ক্রেতাদের অনলাইনে মোবাইল কেনার সুবিধা দিতে ওয়েবসাইট চালু করেছে হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালকাটেল। এখানে শুধু মোবাইল হ্যান্ডসেট ও এক্সেসরিস পাওয়া যাবে, অন্য কোনো বাড়তি পণ্য এখানে থাকবে না।
বর্তমানে বাজারে নতুন এসেছে অ্যালকাটেল স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ দিয়ে একজন স্মার্টফোন ব্যবহারকারী নিজের ফোনটি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেত পারবেন। এর মাধ্যমে স্লিপ কোয়ালিটি ও ফিটনেস ট্র্যাক করা যাবে, কল করা যাবে, ক্যামেরা ও মিউজিক নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া সামাজিক মাধ্যম তথা ফেসবুক, টুইটার ইত্যাদির নোটিফিকেশন দেখা যাবে। এটি ধূলোবালি এবং পানি প্রতিরোধী।
এ স্মার্ট ওয়াচ যেকোনো স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৪.৩ বা তার বেশি, আইওএস৭, আইফোন ৪এস সাপোর্ট করবে। এটি কিনতে খরচ পড়বে মাত্র ৯ হাজার ৪৯৯ টাকা।