খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বের বেশির ভাগ মানুষের ইন্টারনেট সুবিধা নেই। এ বছরের শেষেও বিশ্বের অর্ধেকের বেশি মানুষই এ সুবিধা বঞ্চিত থেকে যাবেন। এদিকে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার হার ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নানাভাবে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১০ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ও ইউনেসকো মিলে এ কমিশন তৈরি করে। ব্রডব্যান্ড কমিশনের প্রত্যাশা ছিল, ২০১৫ সালের শেষ নাগাদ বিশ্বের ৬০ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় থাকবে। তবে সেটি ঘটছে না। ব্রডব্যান্ড কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল শেষেও বিশ্বের ৪০০ কোটি মানুষ অনলাইনের সুবিধা বঞ্চিত থেকে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈষম্য। উন্নত দেশের নাগরিকদের ৮২ শতাংশের ইন্টারনেট সুবিধা আছে। বর্তমানে উন্নত দেশগুলোতে ইন্টারনেট ব্যবহার বাড়ার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে বলে আর এর হার আর বাড়ছে না। এদিকে উন্নয়নশীল দেশগুলোতে মাত্র ৩৪ শতাংশ বাড়িতে ইন্টারনেট সুবিধা পৌঁছেছে। এর ফলে ২০১৫ সাল শেষ হলেও বিশ্বের ৫৭ শতাংশ বা ৪০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছাবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৪৮টি দেশের ৯০ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে। এ বছর ইন্টারনেট সংযোগ সুবিধা বৃদ্ধির হার ৮ দশমিক ১ শতাংশ যা গত বছর ছিল ৮ দশমিক ছয় শতাংশ। ২০১২ সালে এই বৃদ্ধির হার ছিল দুই সংখ্যার ঘরে।