Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
28অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য মঙ্গলবার রাতের বিমানের টিকিট কেটে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের সবুজ সংকেত পেলে মঙ্গলবার রওনা হয়ে বুধবারই ঢাকায় পৌঁছাবে সফরকারীরা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিও অনুষ্ঠানে বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) রাতের বিমানের বুকিং দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধির ইতিবাচক সাড়া পেলে মঙ্গলবার রাতেই বাংলাদেশের পথে রওনা দেবে স্টিভেন স্মিথের দল।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তাপ্রধান শন ক্যারল রোববার ঢাকায় এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশেষ শাখার (এসবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
সোমবার অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের নিরাপত্তা দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির শীর্ষ কর্মকর্তারাও।
বৈঠক শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অস্ট্রেলিয়া দল কবে আসবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বিশ্বকাপের মতো তাদেরকে ভিভিআইপি প্রটোকল দেওয়া হবে।’
এদিকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রে উইলকক জানিয়েছেন, বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরিকল্পনা জানানোর পর অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নেবে।