খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে নাজমিনা আক্তার (৩৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে পাষণ্ড স্বামী সরোয়ার হোসেন। প্রতিবেশীরা আহতবস্থায় নাজমিনা আক্তার কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। গত রোববার রাত ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নাজমিনা আক্তারের মা ও বাঁশবাড়িয়া গ্রামের আবদুল বারীর স্ত্রী সাহারন খাতুন জানান, প্রায় ২০/২২ বছর আগে মেয়ে নাজমিনার সাথে ধানখোলা গ্রামের সরোয়ার হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। কারণে অকারনে জামাই সরোয়ার তার মেয়ে নাজমিনাকে নির্যাতন করতো। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নী জামায় সারোয়ার হোসেন। তার ৫ টি সন্তান সহ মেয়ে তাড়িয়ে দিয়েছিল। কিন্তুু সংসার সরোয়ারের সন্তানদের মুখের দিকে তাকিয়ে পুনরায় মেয়ে তার হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার রাতে নামমিনা খাতুন কে ঘরে আটকিয়ে নির্যাতন চালানোর একপর্যায়ে মারা গেছে ভেবে ফেলে জামাই সরোয়ার পালিয়ে যায়। প্রতিবেশিরা এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের উপরও চড়া হয় সরোয়ার হোসেন। তার প্রতিবেশিরা অভিযুক্ত সরোয়ারের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে। গাংনী থানার ওসি মোক্তার হোসেন জানান, নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। এ ব্যাপারে অভিঙুক্ত সরোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নী।