Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, তাহিরপুর, সুনামগঞ্জ
sunamganjগবাদিপশু চিকিৎসায় অফিস সহায়কই একমাত্র ভরসা তাহিরপুর প্রাণিসম্পদ অফিসে। দীর্ঘ ১০ বছর ধরে শূন্য রয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ টি।
গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ অফিসে সরজমিনে গিয়ে দেখা যায়,একমাত্র অফিস সহায়ক বশির আহমেদ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অফিস সহকারী জাহাঙ্গীর আলম ঈদের ছুটিতে বাড়ি গেলেও এখনো কর্মস্থলে ফিরে আসেনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বিশ্বম্বরপুর উপজেলা ভ্যাটেনারী সার্জন দিদারুল আহসান। তিনি মাসে দ’ুএকদিন আসেন অফিসিয়াল কার্যক্রমের জন্য।
জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদটি ২০০৫ সালে ৩০ মে থেকে অদ্যবদি শূন্য রয়েছে। উপজেলা ভ্যটেরেনারী সার্জন শামীম আহমদ ২০১৪ সালে ৩ নভেম্বর অন্যত্র বদলি হলে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন বিশ্বম্বরপুর উপজেলার ভ্যাটেনারী সার্জন দিদারুল আহসান। তা ছাড়া ভ্যাটেনারী সার্জন সহকারী ২০১১ সালের ১লা জানুয়ারী, ফিল্ড এ্যাসিস্টেন্ট পদটি ২০১০ সালের ২৪ নভেম্বর থেকে, ভ্যাটেনারী ফিল্ড এ্যাসিস্টেন্ট ৩ টি পদের মধ্যে দুটি ২০১০ সালের ১লা ডিসেম্বর থেকে, অন্যটি ২০১১ সালের ৬ জানুয়ারি থেকে, ড্রেসার পদটি ২০১৩ সালের ১৯ মার্চ থেকে, কম্পাউন্ডার পদটি ২০১০ সালের ১০ আগস্ট থেকে অদ্যবদি শূন্য রয়েছে। জেলার কৃষি প্রধান উপজেলা তাহিরপুর। কৃষকরা কৃষি কাজে গবাদি পশুর উপর নির্ভরশীল তা ছাড়া এলাকার অধিকাংশ মানুষজন কৃষির খামারের সহিত জড়িত। উপজেলার একমাত্র প্রাণী সম্পদ কার্যালয়ে লোকবল সংকটে হাস মুরগীর খামারী, ও কৃষকরা গবাদি পশুর চিকিৎসা সেবা নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছে। উপজেলার জামালগড় গ্রামের কৃষক রমেন্দ্র রায় তার পালিত ভেড়ার চিকিৎসা নেয়ার জন্য এসেছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কিন্তু কোনো ডাক্তার না থাকায় তিনি অফিস সহায়ক বশির আহমেদের কাছ থেকে নামকাওয়াস্থে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। অফিস সহায়ক বশির আহমেদ জানায়,কৃষকরা গবাদি পশুর নানা ধরনের সমস্যা নিয়ে আসেন তার মধ্যে গবাদি পশুর পুষ্টিহীনতার সংখ্যাই বেশী। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে লোকবল সংকটের কারণে উপজেলার ৭ টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে বাধ্য হয়ে তারা হাতুওে চিকিৎকের সরনাপন্ন হন। তাহিরপুর উপজেলা অতিরিক্ত দায়িত্বে থাকা প্রানী সম্পদ কর্মকর্তা দিদারুল আহসান বলেন, তাহিরপুর প্রাণিসম্পদ কার্যালয়ে লোকবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কতৃপক্ষ কে অবহিত করেছি।