খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : বাগেরহাট জেলা শহরের মোড়েলগঞ্জে ভারতীয় ২ বোতল মদ ও ৫২ পিস পটকাবাজিসহ বিধান চন্দ্র রায় (২৭) নামে এক যুবককে আটক করেছে মহিশপুরা ফাঁড়ি পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে বিধানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক বিধান চন্দ্র হোগলাপাশা গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
মহিশপুরা ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে বিধানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বিধানের স্বীকারোক্তি অনুযায়ী তাদের ঘরে রাখা ২ বোতল ভারতীয় মদ, ৫০ পিস চকলেট বাজি ও ২ পিস ঘটবাজি উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভারতীয় মদ ও বাজিগুলো কিভাবে আনা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।