খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: মাত্র তো অগ্রহায়ণ পড়লো। হেমন্ত তার দ্বিতীয় মাসে পা দিয়েছে। শীত, বসন্ত পেরিয়ে তবেই মিলবে নববর্ষের দেখা। অথচ এখনই কর্ণিয়ার গায়ে লেগেছে বৈশাখী হাওয়া। লাল-সাদা পোশাক, বাহারি মুখোশ, নাগরদোলা ঘুরছে জনপ্রিয় এই শিল্পী।
এ ব্যাপারে কর্ণিয়া বলেন, ‘নববর্ষের একটা গান গেয়েছিলাম। গানটির ভিডিওর দৃশ্য ধারণ হলো।’
গানটি লিখেছেন অনুরূপ আইচ, সুর-সংগীত আরফিন রুমির। মিশ্র অ্যালবাম ‘বৈশাখে বাংলা ঢোল’। গানের শিরোনাম ‘প্রতিটি বছর ঘুরে ঘুরে বাঙালির ঘরে ঘরে’।
ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন প্রসূণ রহমান। ১৫ নভেম্বর এর দৃশ্যধারণ হয়েছে। কর্ণিয়া বলেন, ‘সামনের বৈশাখ’ উপলক্ষে ভিডিওটি দেখে যাবে।