খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্ববিরোধী বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া স্বাধীনতা ও বিজয় দিবসে যেসব বাণী দিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ উল্লেখ করতেন। অথচ এখন তিনি ভিন্ন কথা বলছেন। তার বক্তব্য স্ববিরোধী। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত গণঅবস্থানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া পাকিস্তানিদের সঙ্গে গলা মিলিয়ে নিহত শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সঙ্গে খালেদা জিয়া আলোচনায় বসার যে প্রস্তাব করেছেন তা প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা না চাইলে কোনো আলোচনা হবে না। মোজাম্মেল হক বলেন,পাকিস্তান সরকার যখন ১৯৭১ সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে তাদের সকল অপকর্মের কথা অস্বীকার করছে ঠিক তখনি খালেদা জিয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছে। অবিলম্বে তিনি (খালেদা জিয়া) জাতির কাছে ক্ষমা না চাইলে ভবিষ্যতে এমন বক্তব্য দিলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
মন্ত্রী বলেন, জামায়াতের রাজনীতি বাংলার মাটিতে এখনো নিষিদ্ধ করা হয়নি এটাই দুঃখের বিষয়। অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে জামায়াতের সকল সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিকামী মানুষের পিছনে ব্যয় করারও দাবি জানান। তিনি আরো বলেন, যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্যই আজকের এই সমাবেশ। এ সময় গণ অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য শিরিন আক্তার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।