Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: অনলাইনে খোলামেলা ছবি দিতে সেলেব তনয়ারা যে পিছপা নন, তা আরও একাবর দেখিয়ে দিলেন বিগ বি-র নাতনী নব্যা নভেলি নন্দা। এবার বিকিনিতে তাঁর ছবি ছড়াল ইন্টারনেটে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়ায় এর আগে নিজেদের ছবি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পূজা বেদীর কন্যা আলিয়া ইব্রাহিম, শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তবে ছবিতে বিরুপ মন্তব্য পড়লেও মুখ বুজে থাকেননি এই কিশোরীরা। বরং উলটে প্রতিবাদ জানিয়েছিলেন।
আলিয়ার খোলামেলা ছবিতে যাঁদের খারাপ মন্তব্য করেছিলেন, তাঁদের সমালোচনা করে আলিয়া বলেন, শুধু ‘ব্রেস্ট’ দিয়ে আমার বিচার কেন? একই সুর শোনা গিয়েছিল খুশি কাপুরের মুখেও। তিনিও জানিয়েছিলেন, অন্যের ছবিতে যাঁরা খারাপ মন্তব্য করেন, তাঁরা আর যাই হোক ভাল মানুষ নন। এ যুগেও কেন মেয়েদের শরীর নিয়ে কথা শুনতে হবে