খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : আবর্ত, রাজকাহিনীর পর এবার ঈগলের চোখ। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের টলিউড যাত্রা অব্যাহত। আবর্তর পরিচালক অরিন্দম শীলের হাত ধরেই ফের টলিউডে পা রাখছেন জয়া। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ঈগলের চোখ।
ছবির শুটিং শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে শুটিংয়ে যোগ দেবেন জয়া। তবে শুধু জয়া নন, ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার সহ অন্যরা।