Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ভালোবাসার দিনে কী চাই? এক সমুদ্র সাদা গোলাপ! তা কী সম্ভব। বিজ্ঞান-প্রযুক্তির এ যুগে এ রকম রোমান্টিক দৃশ্য তৈরি করা অসম্ভব কিছু নয়। হংকংয়ের লাইট রোজ গার্ডেনে ভ্যালেন্টাইন ডে উদযাপনে লাইট এমিটিং ডায়োড বা এলইডি বাতি দিয়ে তৈরি ২৫ হাজার গোলাপ ফুটিয়ে তোলা হয়।

এই ২৫ হাজার এলইডি গোলাপের আয়োজন জুং ওং জিন বলেন, সিউলে এই বাগানের সৌন্দর্য মুগ্ধ মানুষ দেখে তিনি রোমাঞ্চিত। ২৫ হাজার পানিরোধী সাদা গোলাপের এই বাগানে ছবি তুলতে ছুটে আসছেন অনেকেই। আসছেন অনেক পর্যটকও। জুং বলেন, এই এলইডি গোলাপ বাগান তৈরির উদ্দেশ্য হচ্ছে পরিবার, বন্ধু, যুগলকে রাতের পার্কের একটি সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেওয়া। তথ্যসূত্র: টেলিগ্রাফ