Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : আল-কায়েদা সংশ্লিষ্ট ভারতীয় উপমহাদেশের শাখা আনসার আল ইসলাম নামে একটি সংগঠন অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। হত্যাকাণ্ডের দুই দিন পর শুক্রবার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা প্রকাশ করা হয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। যদিও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের।
রয়টার্সও বলেছে, তারা তাৎক্ষণিকভাবে এই বার্তার সত্যতা যাচাই করতে পারেনি। রয়টার্সের খবরে বলা হয়, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম বলেছে, ব্লগার নাজিমুদ্দিন সামাদ ফেইসবুকে আল্লাহ, নবী মোহাম্মদ ও ইসলামকে অবমামনা করায় প্রতিশোধ হিসেবে তাদের সদস্যরা এই হামলা চালিয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার ওসি (তদন্ত) বলেন, আমরা হত্যার দায় স্বীকারের বিষয়টি এখনো জানতে পারিনি। তবে ধর্মীয় উগ্রবাদীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না সেটি খতিয়ে দেখছি।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।