Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: বহু মানুষের জীবনেই এই প্রশ্নটি কোনো না কোনো সময়ে ওঠে। এই সঙ্কটের মুহূর্তে কোনো একটি সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি কতটা ঠিক?
আজও ‘ইগো’ নিয়ে তৈরি হচ্ছে ছবি। ‘তামাশা’-র মতো ছবি ইগো-কে দেখিয়েছে অন্য আঙ্গিকে।
যতই মনের মিল বা হৃদয়ের টান থাকুক না কেন, সব মানুষই স্বতন্ত্র। এই স্বতন্ত্র হওয়ার কারণেই দুটি মানুষের মধ্যে ছোটখাটো মতবিরোধ থেকে বিরাট সংঘাত তৈরি হয়।
একদিকে প্রেম টিকিয়ে রাখার জন্য একরাশ আপোস আর একদিকে আত্মসম্মান। সম্পর্কের সমস্যার অধিকাংশ টানাপোড়েনই কিন্তু এই সংক্রান্ত। এই রকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। অনেক সময়েই মানুষ ভাল করে না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
এমন জটিল পরিস্থিতিতে নিজেকে এই ৭টি প্রশ্ন করুন। দেখবেন সমাধান আপনি এসে যাবে—
১) যে মানুষটির সঙ্গে প্রেম তিনি মানুষ হিসেবে কতটা সৎ এবং ভাল মনের?—কোনো অসৎ এবং কুৎসিত মনের মানুষের সঙ্গে আপোস করে থাকার চেয়ে নিজের আত্মসম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়।
২) দু’জনের প্রেমের ভিত্তি কতটা শরীরের আর কতটা মনের?— যদি শারীরিক টানই প্রেমের কারণ হয়ে থাকে তবে সেই প্রেম এমনিতেই টিকবে না বেশিদিন।
৩) আপনি নিজে কতটা ইগো-তাড়িত মানুষ?— প্রেমের সম্পর্কে ইগো হলো এক ধরনের বিষ যা একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক সময় এই ইগোকেই আত্মসম্মান বলে ভুল করে মানুষ।
৪) আপনার সঙ্গী বা সঙ্গিনী কি আপনাকে সম্মান করেন?— পারস্পরিক সম্মান ছাড়া প্রেম টেকে না। প্রত্যেক মানুষেরই ন্যূনতম সম্মান পাওয়া উচিত নাহলে সেটি আর মানুষের সম্পর্ক থাকে না।
৫) আপনার সঙ্গী/সঙ্গিনী কি সন্দেহপ্রবণ?— অহেতুক সন্দেহপ্রবণতা যাঁদের থাকে তাঁরা সাধারণত হীনমন্যতায় ভোগেন। এটি এক ধরনের মানসিক সমস্যা যার চিকিৎসা হওয়া উচিত এবং যার সঙ্গে আপোস করা মানে সম্পর্কে সমস্যা জিইয়ে রাখা।
৬) আপনি কি আপনার পার্টনারকে নিয়ে গর্বিত?— যদি একাধিক দোষ-ত্রুটি থাকা সত্ত্বেও আপনার পার্টনারের মধ্যে এমন কিছু গুণ থাকে যা নিয়ে আপনি গর্ববোধ করেন, তবে জানবেন সম্পর্ক যত খারাপ পর্যায়েই পৌঁছক না কেন, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব।
৭) আপনি কি মনে করেন প্রেমিক/প্রেমিকা একে অপরের ব্যক্তিগত সম্পত্তি নয়?— যদি আপনার পার্টনার এ বিষয়ে আপনার থেকে ভিন্নমত পোষণ করেন, তবে প্রেম যত তীব্রই হোক না কেন, সম্পর্ক একটা সময় গিয়ে তিক্ত হয়ে যেতে বাধ্য।