খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: এমনিতেই দারুণ ছন্দে আছেন তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেই ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি দারুণ কীর্তি নিজের ঝুলিতে জমা রেখেছেন তিনি।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রান স্পর্শ করেছেন তামিম। আবাহনী লিমিটেডের এই বাঁ-হাতি ওপেনার মঙ্গলবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৫ রানের একটি ইনিংস খেলে নতুন এই মাইলফলক স্পর্শ করেছেন।
ঘরোয়া ও আন্তর্জাতিক ওয়ানডে মিলে লিস্ট ‘এ’ ক্রিকেটে এই রেকর্ড ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৩৮ রান। এর আগে তাঁর রান ছিল পাঁচ হাজার ৯৬২। এ দিনের অর্ধশতকে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর মোট রান ছয় হাজার ১৭।
১৮৮ ম্যাচ খেলে ৮টি শতক ও ৪১ অর্ধশতকে এই রান সংগ্রহ করেন তামিম। ৫ হাজার ৯০৩ রান নিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমেরও সুযোগ ছিল ছয় হাজারি ক্লাব ডোকা। কিন্তু মোহামেডান অধিনায়ক এদিন প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে শূন্য রানে আউট হলে সেই সম্ভাবনা আরো বিলম্বিত হয়।
এ ছাড়া পাঁচ হাজার ২৭৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ স্থানে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৫ হাজার ৮০ রান। পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল চার হাজার ৬৭১ রান নিয়ে।