খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরহাটি ইউনিয়নে দুই ইউপি সদস্য পদ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বেকইজোড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কুহিনূর চৌধুরী (১৮) ইউপি সদস্য প্রার্থী সামছুল হক চৌধুরীর ছেলে। তার বাড়ি বকইজোড়া গ্রামে।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া হচ্ছে। তবে তাদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকরহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য পদ প্রার্থী সামছুল হক চৌধুরী ও তৌফিক আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ৮টায় কুহিনূর চৌধুরী মারা যায়। ”
সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হচ্ছে বলে ওসি জানান।