খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: গ্রাহকদেরকে ফেইসবুকের নিজস্ব ফটো শেয়ারিং অ্যাপ ‘মোমেন্টস’ ডাউনলোডে বাধ্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে জানানো হয় গ্রাহকদেরকে অ্যাপটি ডাউনলোড করতে সতর্কবার্তা প্রেরণ করেছে ফেইসবুক।
সতর্কবার্তায় বলা হয় ৭ জুলাইয়ের মধ্যে অ্যাপটি ডাউনলোড করা না হলে গ্রাহকের ছবিগুলো মুছে ফেলা হবে, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দোএশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
২০১২ সালে আইওএস ডিভাইসে প্রথমবারের মতো ফটো শেয়ারিং অ্যাপ মোমেন্টস চালু করে ফেইসবুক। তবে, গ্রাহকের জন্য অ্যাপটি তখন বাধ্যতামূলক করা না হলেও এখন অনেকটাই বাধ্য করা হচ্ছে বলেও জানানো হয়।
নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদেরকে সতর্কবার্তা প্রেরণ করছে ফেইসবুক। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকের ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে ফটো ফেইসবুক অ্যাকাউন্টে আপলোড হয়ে থাকে। এক্ষেত্রে ‘সিঙ্কড অ্যালবাম’ নামের ব্যক্তিগত অ্যালবামে ছবিগুলো আপলোড করা হয়ে থাকে।
সম্প্রতি গ্রাহকদেরকে মেসেঞ্জার নিয়েও নোটিফিকেশন পাঠিয়েছে ফেইসবুক। নোটিফিকেশনে বলা হয় “আপনার আলাপচারিতা মেসেঞ্জারে রাখা হচ্ছে”। গ্রাহকদেরকে মেসেঞ্জার ব্যবহারে আগ্রহী করতেই নোটিফিকেশন পাঠায় ফেইসবুক। এখন তারা নোটিফিকেশনটি এড়িয়ে যেতে পারলেও শীঘ্রই তাদেরকে মেসেঞ্জার ডাউনলোডে বাধ্য করা হবে বলেও ধারণা করা হচ্ছে।
৯ জুন ফেইসবুকে ৩৬০-ডিগ্রি ফটো ফিচার চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিউজফিডের ৩৬০-ডিগ্রি ছবি দেখতে ব্যবহারকারী এটির উপর স্ক্রল করে চারপাশ দেখতে পারবেন। ছবিটি থেকে ‘আরও প্রাণবন্ত’ অভিজ্ঞতা পেতে এটি ভিআর ডিভাইসেও দেখা যাবে বলে জানানো হয়।
‘মোমেন্টস’ ডাউনলোডে ফেইসবুকের এমন বাধ্যবাধকতার প্রেক্ষিতে অ্যাপটি এখন অ্যাপ স্টোরে শীর্ষস্থান দখল করে আছে।