খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা এখন সবাই জানে। বাংলাদেশের জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের জন্য বিশ্বের প্রায় সব দেশই অনেক প্রশংসা করেছে।
আজ বুধবার সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে শেখ হাসিনা এসব কথা বলেন।
সম্প্রতি জি-সেভেন সম্মেলনে বিশ্বনেতারা জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘টেররিজমের (সন্ত্রাস) বিরুদ্ধে বাংলাদেশের যে কঠোর অবস্থান, এ অবস্থানটা বিশ্ব নেতৃবৃন্দ জানে। এবং আমার সঙ্গে বৈঠক চলাকালীন বা তার বিভিন্ন সময়ে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের সঙ্গে যে কথা হয়েছে, এগুলো আনুষ্ঠানিক আলোচনা না। কিন্তু এমনি আলাপ-আলোচনা হয়েছে। তখনই কিন্তু বাংলাদেশ যে জঙ্গিবিরোধী ভূমিকা নিয়েছে এবং সেটা যে সফলতা অর্জন করেছে সে বিষয়ে প্রায় প্রতিটি দেশই ভূয়সী প্রশংসা করেছে।’
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, জি-সেভেন সম্মেলনে দেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরলে এর ভূয়সী প্রশংসা করেন বিশ্বনেতারা।
সংসদে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’, কৃষি, খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কয়েকটি প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা।